Friday, October 18, 2024
More

    সর্বশেষ

    প্রযুক্তির নিরাপদ ব্যবহারে ব্লকচেইন

    ক.বি.ডেস্ক: ব্লকচেইনে মানুষকে আগ্রহী করে তুলতে এবং ব্লকচেইনের প্রযুক্তিকে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় ব্লকচেইন লিটারেসিভিত্তিক অনলাইন কর্মশালা ‘‘আর্ট টু ভ্যাকসিন পাসপোর্ট: রেভুলিউসনাইজিং দি ওউনারশিপ বাই এনএফটি’’। ফিউচার টেকনোলজী (ফিউটেক), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং মুনির হাসান ডট কম এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনলাইন কর্মশালা।

    কর্মশালাটির চতুর্থ সেশনের মূল বিষয়বস্তু ছিল নন-ফাঞ্জিবল টোকেন (NFT) টেকনোলজি। এর আগে মোট তিনটি সেশনে ব্লকচেইনের ব্যবহার, জাতীয় ব্লকচেইন কৌশল এবং ব্লকচেইন পরিচিতি নিয়ে আলোচনা কর হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইয়ার এডুকেশন বিশেষজ্ঞ ড. নিয়াজ চৌধুরী এবং অতিথি ছিলেন অস্ট্রেলিয়াভিত্তিক লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. জাবেদ মোরশেদ চৌধুরী।

    নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) ডিজিটাল জগতে সহজভাবে ব্যবসা পরিচালনা করায় একটি কার্যকর মাধ্যম। ব্লকচেইনের মাধ্যমে এ লেনদেন দ্রুত এবং সহজেই হতে পারে। এনএফটি টেকনোলজি ব্লকচেইনের সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত এবং এনএফটি টেকনোলজি দ্বারা পরিচলিত সকল লেনদেনের রেকর্ড ব্লকচেইনের মধ্যেই থাকে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.