ক.বি.ডেস্ক: ক্ষুদ্র সঞ্চয়কারীদের আর্থিক সেবা আরও সহজ করতে দেশের প্রথম শ্রেণির আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। চুক্তির আওতায় বাংলাদেশ ফাইন্যান্সে সঞ্চয় হিসাব খোলা, আমানত সংগ্রহ, এসএমই ঋণ বিতরণ ও ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে ‘নগদ’ সেবা প্রদান করবে।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেসন্স মো. রফিকুল আমিন, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন বুদ্ধদেব সরকার, ‘নগদ’ এর চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই মো. বায়েজীদ উপস্থিত ছিলেন।