ক.বি.ডেস্ক: সর্বোচ্চ ৫% ছাড় ও ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধাসহ রিয়েলমি’র স্মার্টফোন এখন দারাজ ঈদ ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে। অফারটি চলবে ২ মে পর্যন্ত। ফোন ক্রয়ের জন্য এ https://click.daraz.com.bd/e/_6j5tR লিংকে ক্লিক করুন।
এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে সদ্য উন্মোচিত রিয়েলমি নারজো ৫০ ১৬,০২০ ও রিয়েলমি সি৩১ ১২,৫৬৮ টাকায় পাওয়া যাবে। এ স্মার্টফোনগুলো ছাড়াও রিয়েলমি ৯আই ৬জিবি র্যাম/১২৮জিবি রম এর ডিভাইসটি ১৮,৫৮৩ টাকায়, রিয়েলমি ৯আই (৪জিবি/৬৪জিবি) ১৬,৮৪৬ টাকায়, রিয়েলমি ৮ ফাইভজি (৮জিবি/১২৮জিবি) ২২,১৬৬ টাকায়, রিয়েলমি ৮ (৮জিবি/১২৮জিবি) ২১,৯২৯ টাকায়, জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি) ৩২,৯৮০, জিটি নিও ২ মাত্র ৩৮,৪৯৬ টাকায় ও রিয়েলমি নারজো ৫০আই (৪জিবি/৬৪জিবি) ১০,৯১৯ টাকায় পাওয়া যাবে। রিয়েলমি সি সিরিজের স্মার্টফোনগুলোও এ অফারে কেনা যাবে।