Monday, November 25, 2024
More

    সর্বশেষ

    ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস উদযাপিত

    ক.বি.ডেস্ক: বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে আজ রাজধানীসহ সারাদেশে পঞ্চমবারের মতো ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ দিবস উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’। দিবসটি উপলক্ষে সকাল সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
    পরে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
    দিবসটি  উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের  দক্ষিণ প্লাজা হতে শুরু হয়ে খামারবাড়ী হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। নানা রং বেরঙের ফেস্টুন ব্যানার প্লেকার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি- বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। এ ছাড়াও দেশের সকল জেলা, উপজেলা ও বিদেশি দুতাবাস সমূহ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও  শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.