Sunday, August 3, 2025

সর্বশেষ

জাইসেল (Zyxel) পণ্যের পরিবেশক ষ্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত তাইওয়ানিজ ব্র্যান্ড জাইসেল (Zyxel) পণ্যের বাংলাদেশের একমাত্র পরিবেশক হলো দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য আমদানিকারক, পরিবেশক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গ্রাহকদের নেটওয়ার্কিং চাহিদা মেটানোর জন্যই তাইওয়ানের প্রথম সারির নেটওয়ার্কিং পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান জা্ইসেলকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। জা্ইসেল বিভিন্ন রাউটার, মডেম, নেটওয়ার্কিং সুইচ, ফায়ারওয়াল এবং মেস নেটওয়ার্কিং পণ্য মূলত তৈরি করে থাকে।

তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং পরিবর্ধন এখন লক্ষণীয়। পৃথিবী আমাদের হাতের মুঠোয় এই কথাটি এখন আর অসম্ভব বলে মনে হয় না। ইন্টারনেটের বদৌলতে এখন সম্ভব ঘরে বসেই বিশ্বকে ভ্রমন করা, অজানাকে জানা। তাই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের আওয়ত্তায় থাকতে দরকার ভাল মানের নেটওয়ার্কিং পণ্য। আর তাই এখন স্টার টেক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে জাইসেল এর পণ্যগুলো।

জাইসেল এর পণ্যগুলো পাওয়া যাবে: https://www.startech.com.bd/zyxel ওয়েবসাইটে।

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.