ক.বি.ডেস্ক: দেশীয় চিকিতসা ব্যবস্থা নিয়ে নানান সময় নানান প্রশ্ন উঠে আসলেও, সাম্প্রতিক সময়ে লক্ষণীয় পরিবর্তন এসেছে দেশের চিকিতসা ব্যবস্থায়। প্রযুক্তির কল্যাণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন চিকিতসা বা টেলি হেলথ সার্ভিস। তেমনই একটি প্ল্যাটফর্ম ডককিউর হেলথ টেক লিমিটেড। নিজস্ব মোবাইল অ্যাপ ‘‘ডককিউর’’ এর মাধ্যমে সারা দেশেই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। ডককিউর অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোরে DocCure লিখে সার্চ করুন। ডাউনলোডের পর সিম্পল কয়েকটি ধাপের পরই তৈরি হয়ে যাবে আপনার প্রোফাইল। বিস্তারিত ভিজিট করুন: https://www.doccure.xyz/
তবে শুধু দেশেই নয়, অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নিয়েছেন মধ্যপ্রাচ্যের কিছু রোগীও। করোনাকালে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেবা প্রদান করছে ডককিউর, যা মাত্র ৯৯ টাকা থেকে শুরু। পাশাপাশি ডককিউর অ্যাপ থেকে অল্প টাকায় ডায়বেটিস, গাইনি ও অনান্য প্যাকেজ সকলে কিনে দিনে রাতে যেকোনো সময় ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া ডককিউর অ্যাপের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যেকোন মেডিক্যাল টেষ্ট এবং ঔষধও কিনতে পারবে গ্রাহকরা।
ডককিউর হেলথ টেক লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান বলেন, করোনাকালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সোনার হরিণ সমতুল্য হয়ে উঠেছে। অনেকে ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছেন, আবার অনেকে ঝুঁকি নিয়ে বের হয়েও সঠিক সেবা লাভে ব্যর্থ হচ্ছেন কখনও কখনও। এই অ্যাপভিত্তিক সেবা মূলত তাদর জন্যই। পাশাপাশি সাশ্রয়ী হওয়ায় স্বল্প খরচে সঠিক চিকিতসা পাবে সাধারণ জনগণও। করোনার ছোবল থেকে দেশকে মুক্ত করতে চাই সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা। ডককেয়ার-এর মাধ্যমে আমাদের এই প্রচেষ্টা তারই একটি উদাহরণ মাত্র।
ডককিউর-এর সঙ্গে যুক্ত আছে ২০ টিরও বেশি হাসপাতাল, প্রায় ৪০ টি ডায়গনিষ্টিক সেন্টার, ৫০ টিরও বেশি ফার্মেসি এবং ঢাকার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের ৩ শতাধিক ডাক্তার। এ ছাড়া ২৪/৭ জরুরি সেবা ব্যবস্থা দেওয়ার জন্য ডক কিউর এর নিজের ২০ জন ডাক্তার সব সময় প্রস্তুত আছে। ডককিউর-এর সেবা তালিকায় রয়েছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, টেলিমেডিসিন, অনলাইন ঔষধ, মেডিকেল টেস্ট, হোম ডায়গনিষ্টিক টেস্ট, হোম কোভিড টেস্ট, ইনস্যুরেন্স, হেলথ প্যাকেজ ইত্যাদি। ইন্সুরেন্স পার্টনার হিসেবে ডক কিউর গার্ডিয়ান লাইফের সঙ্গে চুক্তি করেছে। কাষ্টমার লাইফ কভারেজ ১ লক্ষ টাকা এবং হসপিক্যাশ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্লেম করতে পারবে অ্যাপ এর মাধ্যমে।