Wednesday, December 25, 2024
More

    সর্বশেষ

    গ্যালাক্সি এম০২ স্মার্টফোনে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি

    ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে গ্যালাক্সি এম০২ স্মার্টফোনে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি সুবিধা চালু করেছে স্যামসাং। সার্টিফাইড ত্রুটিযুক্ত ডিভাইস রিপ্লেসমেন্টের জন্য প্রযোজ্য হবে এবং এক্ষেত্রে ওয়্যারেন্টি কার্ডে উল্লেখিত শর্তাদি অনুসরণ করা হবে। এ ফোন ক্রয়ে স্যামসাং ৬০০ টাকা পর্যন্ত ছাড়ের অফারও দিচ্ছে। গ্যালাক্সি এম০২ (২/৩২ জিবি) ভেরিয়েন্টের মূল্য এখন ৮,৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এম০২ (৩/৩২ জিবি) ভেরিয়েন্টের মূল্য ১০,৪৯৯ টাকা। অফারটি ৩১ মে পর্যন্ত প্রযোজ্য থাকবে। www.galaxyshopbd.com – স্যামসাং’র অফিশিয়াল এই ওয়েবসাইট থেকে ফোনটি অর্ডার করা যাবে।

    গ্যালাক্সি এম০২ ডিভাইসটিতে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ভি ডিসপ্লে, ডলবি অ্যাটমস। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ব্যবহারকারীদের উন্নত পারফরমেন্স নিশ্চিত করবে এবং গেমিংয়ের সময়কে করবে দীর্ঘায়িত। এ ছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ডিসকর্ড ফিচার, যা গেমারদের সুবিধামতো ভয়েস চ্যাটের মাধ্যমে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে সহায়তা করে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.