Saturday, November 23, 2024
More

    সর্বশেষ

    গেমিং শিল্প বিকাশে জাতীয় নীতিমালা দরকার

    ক.বি.ডেস্ক: বাংলাদেশে উদীয়মান শিল্প হিসেবে গেমিং অ্যাপ উন্নয়ন বিকাশে জাতীয় পর্যায়ে নীতিমালা তৈরীর জন্য সরকারের প্রতি আহমান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি ওয়েবিনারে যুক্ত হয়ে নীতি বিশেষজ্ঞ, আইনজীবি এবং গেমিং উদ্যোক্তারা স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা ও এগিয়ে রাখার পরামর্শ দেন বলে জানানো হয়।

    ওয়েবিনারে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের মোবাইল অ্যাপ ও গেম প্রকল্পের পরামর্শক ইমতিয়াজ হানিফ, প্রযুক্তি বিষয়ক আইনজীবি ব্যারিস্টার হামিদুল মিসবাহ,সামাজিক মাধ্যম বক্তা সোলাইমান সুখন, উল্কা গেমসের প্রধান নির্বাহী জামিলুর রশিদ এবং ব্যাটারি লো ইন্টারঅ্যাকটিভের চেয়ারম্যান মিনহজ ফাহমী। সঞ্চালনা করেন ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।

    ইমতিয়াজ হানিফ বলেন, দেশের মোবাইল অ্যাপ ও গেম শিল্পের উন্নয়নের জন্য ২৮৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০টি গেম ডেভেলপমেন্ট ল্যাব স্থাপন করেছি। ইতোমধ্যে ১৬ হাজারের বেশি পেশাজীবী অ্যাপ উন্নয়নে মৌলিক প্রশিক্ষন পেয়েছেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে ৭৮০ জনকে উন্নত কোর্সে অংশ নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন।

    জামিলুর রশিদ বলেন, স্থানীয় গেম স্টুডিওদের একটু সহযোগিতা করা হলে তারা বৈদেশিক মুদ্রা অর্জনে আরও অবদান রাখতে পারবে। সঠিক নীতি কৌশলের মাধ্যমে বিদেশী গেমিং প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় অফিস স্থাপনের পাশাপাশি আরও বিনিয়োগে উতসাহিত করতে পারলে শিল্পটি বিকশিত হবে এবং স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের জন্য গেম উন্নয়নে সমন্বিত নীতিমালার উপরও জোর দেন তিনি।

    ব্যারিস্টার হামিদুল মিসবাহ বলেন, বিশ্বে দুই ধরনের গেম আছে, দক্ষতাভিত্তিক এবং ভাগ্য নির্ধারক। যদি গেম ডেভেলপাররা ভাগ্যভিত্তিক গেমে পয়েন্টস ভাঙ্গানোর মাধ্যমে টাকা অর্জনের সুযোগ দেন তবে সেখানে জূয়া কিংবা অনৈতিক কাজের ঝুঁকি থাকে। বাংলাদেশের গেমিং প্রতিষ্ঠানরা এরকম পয়েন্ট ভাঙ্গানোরর সুযোগ দেয় না।

    সোলায়মান সুখন দেশের গেমিং শিল্প বিকাশের ডিজিটাল ইকোসিস্টেম তৈরীতে সরকারী উদ্যোগের প্রতি জোর দেন। বাংলাদেশের ছেলেরা তাদের ট্যালেন্ট প্রমান করেছে গেমিং শিল্পে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে স্থানীয় উদ্যোক্তাদের উতসাহ প্রদান ও সহযোগিতা করতে হবে যাতে তারা আরও বৈদাশিক মুদ্রা অর্জন করতে পারে।

    বাংলাদেশে উদীয়মান এই শিল্পকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও নীতি সহায়তার প্রতি গুরত্বারোপ করেন গেম উন্নয়ন প্রতিষ্ঠান ব্যাটারি লো ইন্টারএকটিভের চেয়ারম্যান মিনহজ ফাহমী।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.