Tuesday, December 24, 2024
More

    সর্বশেষ

    গেজেট অ্যান্ড গিয়ারে আইফোনের ‘ঈদ মেগা ডিল’

    ক.বি.ডেস্ক: আইফোনের ওপর মাসব্যাপী ঈদ ক্যাম্পেইন শুরু করেছে অ্যাপল পন্যের বাংলাদেশের অথোরাইজড রিসেইলার গেজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি)। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে আইফোন ক্রেতাদের জন্য ‘ঈদ মেগা ডিল’ ক্যাম্পেইনের আওতায় ম্যাকবুক এয়ার, অ্যাপল ওয়াচ, এয়ারপডস প্রো, ম্যাগশেফ চার্জারের পাশাপাশি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।এই ক্যাম্পেইনটি চলবে ৩০ মে পর্যন্ত । ক্যাম্পেইনের অফার পেতে আইফোন কেনার পরে গ্রাহকের ফোন থেকে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠালে নিশ্চিত পুরস্কারের ফিরতি বার্তা পাবেন।

    গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম  শিমু বলেন, ২০১৭ সাল থেকে অ্যাপলের অথোরাইজড রিসেইলার হিসেবে কাজ করছে জিঅ্যান্ডজি। বর্তমানে ২০টি আউটলেট নিয়ে প্রযুক্তিখাতে  দেশের সবচেয়ে বড় রিটেইলার হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমরা চাই আসন্ন ঈদ সবার জন্য আনন্দের হোক। এজন্যই জিঅ্যান্ডজি থেকে আইফোনের যেকোন মডেল কিনলেই গ্রাহক একটি নিশ্চিত পুরস্কার পাবেন। বিটিআরসি অনুমোদিত প্রতিটি ফোনে গ্রাহকের জন্য রয়েছে ১৮ মাসের ইএমআই এ ক্রয়ের সুবিধা এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.