Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ওয়ালটনের নতুন স্লিম মনিটর

    ক.বি.ডেস্ক: দেশের ডিজিটাল ডিভাইস বাজারে নতুন মডেলের স্লিম মনিটর নিয়ে এলো ওয়ালটন। ফুল এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটরটির মডেল সিনেডি ডব্লিউডি২৩৮ভি০৩। ২৩.৮ ইঞ্চির ওই মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। কালো রঙের নজরকাড়া মনিটরটির মূল্য ১৩,৭৫০ টাকা।

    ওয়ালটন সিনেডি ডব্লিউডি২৩৮ভি০৩ মডেলের মনিটরটির ডিসপ্লে রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল, ৩০০০:১ কনট্রাস্ট রেশিও। যার কালার কোয়ালিটি ৭২% এনটিএসসি এবং ৭৫ হাটর্জ রিফ্রেশ রেটের।রয়েছে এইচডিএমআই ও ভিজিএ ইনপুট পোর্ট, তিন ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার এবং অডিও ইন পোর্ট।

    ওয়ালটনের নতুন এই মনিটরটির উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে এর ওয়াল মাউন্টিং অপশন। ফলে শুধু ডেস্ক বা টেবিলেই নয়, প্রয়োজনে এটি যে কোনো এলইডি টিভির মতো দেয়ালে স্থাপন করা যাবে। বর্তমানে বাজারে রয়েছে ২৩.৮ ইঞ্চির আরও দুই মডেলের ওয়ালটন মনিটর। মূল্য ১৩,৫০০ টাকা করে। মনিটরগুলোতে রয়েছে সর্বোচ্চ তিন বছরের ওয়ারেন্টি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.