দেশীয় পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ চালু করেছে ‘বাংলা কিউআর’। সম্প্রতি ঢাকায় স্বপ্নের সুপারশপের গুলশান শাখায় এবং বার্গার কিংয়ের বনানী শাখায় ক্রেতাদের জন্য বাংলা কিউআর দিয়ে মূল্য পরিশোধ করার সেবাটির উদ্বোধন করা হয়।
ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদি দোকানসহ যে কোনো ধরণের খুচরা বিক্রেতা এবং সব রকমের ক্রেতাদের জন্য স্পর্শবিহীন এ আধুনিক মূল্য পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা নগদ বা কার্ড স্পর্শ না করে সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল মূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে ক্রেতারা ডিজিটালি মূল্য করতে পারবেন। এ লেনদেনে টাকা স্পর্শ করতে হয়না বলেই এটিকে বলা হচ্ছে স্পর্শবিহীন প্রযুক্তি। করোনা মহামারির এই সময়ে স্পর্শবিহীন এ প্রযুক্তি গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখবে। কিউআর এ মূল্য পরিশোধ ক্যাশলেস ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। যেখানে রাস্তার পাশের চায়ের দোকানের বিলও কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধ করা যাবে।