Monday, November 25, 2024
More

    সর্বশেষ

    ‘এমডব্লিউসি ২০২১’ এ সেরা স্মার্টফোন গ্যালাক্সি এস২১ আল্ট্রা

    ক.বি.ডেস্ক: সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২১ (এমডব্লিউসি ২০২১) এ সেরা স্মার্টফোনের স্বীকৃতি পেয়েছে স্যামসাং’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২১ আল্ট্রা’ ফাইভজি। উন্নত ও মানসম্পন্ন ফিচার এবং উদ্ভাবনী ডিজাইনের স্বীকৃতি স্বরূপ স্মার্টফোনটি বেস্ট স্মার্টফোন অ্যাওয়ার্ড অর্জন করে। এই পুরস্কার গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস (গ্লোমো অ্যাওয়ার্ডস) এর অংশ। জিএসএমএ ১৯৯৬ সালে গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস চালু করে। এ পুরস্কারকে মোবাইল খাতে সর্বোচ্চ সম্মান হিসাবে বিবেচনা করা হয়। এ অ্যাওয়ার্ডের মাধ্যমে যেসব হার্ডওয়্যার, সফটওয়্যার ও সেবা মোবাইল খাতে নতুনত্ব ও উদ্ভাবন নিয়ে আসে তাদের স্বীকৃতি দেয়া হয়।

    এ বছর বিচারকরা স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি কে সেরা স্মার্টফোন হিসেবে নির্বাচিত করে। ডিজাইন ও উদ্ভাবন, ডিভাইসের কর্মক্ষমতা, কার্যকারিতা ও বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে পণ্যের উপযোগিতা, মূল্য, ব্যবহারকারীর অভিজ্ঞতা ইত্যাদি বিবেচনায় এই ফোনটিকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়।

    স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি স্মার্টফোনটি ইনটেলিজেন্ট স্ক্রিন সমৃদ্ধ। এ ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ডাইন্যামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে এবং ১০ হাটর্জ থেকে ১২০ হাটর্জ পর্যন্ত রিফ্রেশ রেট। এতে আছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। এ স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রো-সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সসমৃদ্ধ ক্যামেরা সেট আপ রয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.