গেমিংয়ের দারুণ অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স হট সিরিজের সবশেষ মডেল ‘হট ১০’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। গেম চেঞ্জার হিসেবে ৫২০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়া টেক হেলিও জি৭০ প্রসেসরের নতুন ফোন হট ১০ নিয়ে আসছে চীনের শেনজেন শহর-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি। অবসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জেডে রঙের এ ফোনটি বাজারে এসেছে। ৪ জিবি ও ১২৮ জিবি দুটি সংস্করণে আসা এই ফোনটি বাংলাদেশের বাজারে কিনতে খরচ পড়বে ১২ হাজার ৯৯০ টাকা।
গেমিংয়ে অভিজ্ঞতা দেয়ার জন্য ইনফিনিক্স হট ১০-এ ৬.৫৮ ইঞ্চি এইচডি+প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত এই ফোনটিতে ৫২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩৪ দিন স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা দিবে। এতে ডুয়েল ফ্ল্যাশসহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং কোয়াড ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ব্যবহার করে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।