ক.বি.ডেস্ক: এফ সিরিজের আরেক ধামাকা ‘এফ১৯’ বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জ, সুপার কুল এমোলেড এফএইচডি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ক্যামেরা, গেম, ডিজাইন, পারফরমেন্স সবকিছুই যদি আপনি একটি ফোনের মধ্যে খুঁজেন তাহলে আপনার জন্য এফ১৯ হতে পারে সেরা বাছাই। ফোনটি সম্পর্কে জানতে ভিজিট করুন অপো বাংলাদেশের ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইটে।
অপো এফ১৯: ফোনটিতে পারফরমেন্স ও স্টাইল একসঙ্গে দুটি জিনিসেরই সমন্বয় রয়েছে। এতে রয়েছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৬২ চিপসেট এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। থাকছে এমোলেড এফএইচডি পাঞ্চ হোল ডিসপ্লে, ১.৬০ মিলিমিটারের বেজেল এবং বিশাল স্ক্রিন টু বডি রেশিও। কাটিং এজ প্রযুক্তির ফোনটিতে রয়েছে ৩.০ ফিঙ্গার প্রিন্ট। আর মাত্র ১৭৫ গ্রাম ওজন, ৭.৯৫ মি.মি পুরুত্ব, ত্রিমাত্রিক কার্ভ ডিজাইন এবং স্লিক বডি। রয়েছে চমকপ্রদ কৃত্রিম বুদ্ধিমত্তার তিন ক্যামেরা। এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর এআই বিউটিফিকেশন মোড দিবে সামাজিক মাধ্যমে আপলোড করার জন্য যুতসই ছবি।