Friday, January 3, 2025
More

    সর্বশেষ

    আকর্ষণীয় মূল্য ছাড়ে স্যামসাং গ্যালাক্সি ডিভাইস

    সাশ্রয়ী দামে ক্রেতাদের স্মার্টফোন ক্রয়ের সুবিধা দিতে স্যামসাং বাংলাদেশ নির্ধারিত গ্যালাক্সি ডিভাইসে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এ সিরিজের নির্ধারিত স্মার্টফোনগুলোতে এ ছাড় সুবিধা দিচ্ছে। নান্দনিক স্ক্রিন ও দুর্দান্ত পারফরম্যান্সের গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলো সাশ্রয়ী দামের মধ্যে গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করেই নকশা করা হয়েছে। স্মার্টগুলো সবার জন্য-কারণ নান্দিকতাই সবার পছন্দ।

    ক্রেতারা নির্বাচিত কিছু রিটেইল স্টোর অথবা গ্যালাক্সিশপবিডি.কম (galaxyshopbd.com) থেকে গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসগুলো কিনতে পারবেন। ৬০০ টাকা ছাড়ে ৬,৯৯০ টাকায় গ্যালাক্সি এ২ কোর; ৫০০ টাকা ছাড়ে ১৫,৪৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৩/৩২ জিবি); ৫০০ টাকা ছাড়ে ১৬,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ২০এস (৪/৬৪ জিবি); ১,০০০ টাকা ছাড়ে ১৮,৯৯৯ টাকায় গ্যালাক্সি এ৩০এস (৪/৬৪ জিবি); ১,০০০ টাকা ছাড়ে ২০,৯৯৯ টাকায়  গ্যালাক্সি এ৩০এস (৪/১২৮ জিবি) এবং স্যামসাংয়ের জনপ্রিয় দুটি ডিভাইস ২২,৯৯০ টাকায় (৪,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০ (৪/৬৪ জিবি) এবং ২৭,৫৯৯ টাকায় (১,০০০ টাকা ছাড় পাওয়ার পরে) গ্যালাক্সি এ৫০এস (৬/১২৮ জিবি) কিনতে পারবেন। এ ছাড়াও, ক্রেতারা ৩,০০০ টাকা ছাড় সুবিধায় স্যামসাংয়ের মিড রেঞ্জের গ্যালাক্সি এম৪০ ক্রেতারা কিনতে পারবেন ২১,৪৯০ টাকায়।

    এ অফারটি উপভোগ করতে পারবেন আগামী ৩০ জুন পর্যন্ত। বিস্তারিত: ০৮০০০৩০০৩০০

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.