Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    অপো’র ‘‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইনে পুরস্কার জেতার সুযোগ!

    ক.বি.ডেস্ক: ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো ‘‘ট্রাস্টি রাস্টি’’ নামের নতুন ক্যাম্পেইন চালু করেছে। জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও ভালোবাসার মানুষটিকে স্মরণীয় করে রাখতে অপোর এ ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি চলমান থাকবে।

    সারাদেশ লকডাউনের কারণে আসন্ন ঈদ-উল-আযহা হয়তো ঘরে বসেই কাটাতে হবে। অপো ভক্তদের এই ঈদকে একটু আনন্দময় করতে ট্রাস্টি রাস্টি ক্যাম্পেইনের মাধ্যমে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পেইনে নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গে তোলা ছবি অপোর ফেসবুকে শেয়ার করতে হবে। ছবির সঙ্গে অপোর কমেন্ট বক্সে লিখে দিতে হবে কেন ব্যক্তিটি আপনার পছন্দের।

    তারপর নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি পাবলিক করে শেয়ার দিতে হবে। শেয়ারের সময় লিখতে হবে #OPPOTrustworthiness #OPPOEidHappiness। উদ্দেশ্য পছন্দের মানুষটির প্রতি শ্রদ্ধা জানানো। বিশ্বাসযোগ্য মানুষটির সঙ্গে সবচেয়ে সুন্দর সেরা তিনজন ছবি শেয়ারকারী পাবেন অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন। তাই এখনই প্রিয়জনের সঙ্গে সেরা মুহুর্তের ছবিগুলো ফেসবুকে শেয়ার দিন আর পুরস্কার জিতুন। এভাবে আপনার ঈদ হয়ে উঠুক আরও আনন্দময়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.