Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    স্যামসাং ক্রিস্টাল ফোরকে টিভিতে মূল্য ছাড়!

    ক.বি.ডেস্ক: স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস ক্রেতাদের জন্য ‘‘বিগ টিভি ডেজ’’ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা স্যামসাংয়ের এ-সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের টেলিভিশন ক্রয়ে আকর্ষণীয় মূল্য ছাড় সুবিধা পাবেন। বিশাল মূল্য ছাড় ছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ৫ হাজার টাকা সমমূল্যের এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।

    ‘বিগ টিভি ডেজ’ ক্যাম্পেইনের আওতাধীন টেলিভিশনের মডেলগুলো হলো- ৫৪,৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ৪৩এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৫৯,৯০০ টাকা); ৭২,৯০০ টাকায় ৫০ ইঞ্চি ৫০এইউ৭৭০০ (৭৯,৯০০ টাকা); ৮৯,৯০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫এইউ৭৭০০ (৯৯,৯০০ টাকা); ১,১৬,৯০০ টাকায় ৬৫ ইঞ্চি ৬৫এইউ৭৭০০ (১,৩৪,৯০০ টাকা); ১,২৫,০০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫কিউ৬০এ (১,৪৪,৯০০ টাকা); ২,৪২,০০০ টাকায় ৭৫ ইঞ্চি ৭৫এইউ৮০০০ (২,৬৪,৯০০ টাকা) এবং ৩,৭৫,০০০ টাকায় ৮৫এইউ৮০০০০ (৩,৯৯,৯০০ টাকা)।

    প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুতফর বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বড় স্ক্রিনের টিভির চাহিদা ক্রমশ বাড়ছে, যা মেটাতে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। ক্রেতারা বর্তমানে নিজেদের বাড়িতেই উন্নত মানের এন্টারটেইমেন্ট সলিউশন চান, বিশেষ করে বড় স্ক্রিনের টিভি কিনতে চান। যা তাদের সিনেম্যাটিক ভিউইং এক্সপেরিয়েন্স দিতে পারে। ক্রেতাদের এ চাহিদা পূরণেই বিগ টিভি ডেজ ক্যাম্পেইন চালু করা হয়েছে। যেখানে বড় স্ক্রীনের টিভিগুলোতে বেশি পরিমাণ অর্থ সাশ্রয়ের সুযোগ থাকছে। এ-সিরিজের টিভিগুলো তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

    ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের অফিশিয়াল আউটলেটগুলো থেকে ঘুরে আসুন আজই।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.