Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ট্যাপ’র গ্রাহকদের জন্য রবি ও এয়ারটেলে বোনাস ও ক্যাশব্যাক অফার

    ক.বি.ডেস্ক: দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মাধ্যমে রবি ও এয়ারটেলের ইন্টারনেট প্যাকেজ ও বান্ডেল ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন আর্কষণীয় সব অফার ও ক্যাশব্যাক। ‘ট্যাপ ক্যাশব্যাক ক্যাম্পেইন’ এর আওতায় এই অফারটি চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।

    এয়ারটেলের সাত দিন মেয়াদী ১২৯ টাকার ১৪ জিবির রেগুলার ইন্টারনেট প্যাকেজে পাবেন ১৮ জিবি এবং এতে ক্যাশব্যাক রয়েছে ৯ টাকা। তিনদিন মেয়াদী ৩২ টাকায় ৮০০ এমবির রেগুলার ইন্টারনেট প্যাকেজের সঙ্গে অতিরিক্ত পাওয়া যাবে ২ জিবি ডাটা; এক্ষেত্রে ক্যাশব্যাক অফার রয়েছে ৩ টাকা। এয়ারটেলে ১৫৮ টাকার তিনদিন মেয়াদী ২ জিবি ও ১০০ মিনিটের যে রেগুলার বান্ডেল অফার রয়েছে তা ট্যাপ স্পেশাল অফারে কিনলে পাওয়া যাবে ৫জিবি ও ১৫০ মিনিটের বান্ডেল; ক্যাশব্যাক রয়েছে ১০ টাকা।

    রবির তিনদিন মেয়াদী ৫৭ টাকায় ১. ৫ জিবির প্যাকেজ কেনা হলে বোনাস হিসেবে পাওয়া যাবে ৫০০ এমবি, এতে মোট ইন্টারনেট প্যাকেজ হবে ২ জিবি; আর ক্যাশব্যাক অফার ৪ টাকা। ৯৮ টাকায় সাতদিন মেয়াদী ২ জিবি ও ২৫ মিনিটের বান্ডেল কেনা হলে বোনাস হিসেবে ৫০০ এমবি এবং ৫০ মিনিট টকটাইম পাওয়া যাবে; আর এই বান্ডেলে ক্যাশব্যাক রয়েছে ৬ টাকা।

    ট্যাপ অ্যাপ এবং ইউএসডি কোড *৭৩৩# ডায়াল করে গ্রাহকরা সেবাটি গ্রহণ করতে পারবেন। ক্যাম্পেইন সম্পর্কে জানতে ট্যাপর কাস্টমার কেয়ার নাম্বার ১৬৭৩৩-তে যোগাযোগ করতে পারেন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.