প্রচারণা ডটকম : সুইডেনের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন আগামী মাসেই রাশিয়াতে ব্যবসা গুটিয়ে নেয়ার কার্যক্রম চালাবে। এরিকসনের বরাত দিয়ে সোমবার এই খবর প্রকাশ করেছে রয়টার্স।
খবরে বলা হয়, মূলত গত এপ্রিলেই অনির্দিষ্টকালের জন্য রাশিয়াতে নিজেদের ব্যবসা স্থগিত করেছে এরিকসন। রাশিয়াতে কোম্পানিটির চার শতাধিক কর্মী রয়েছে। তবে যারা চাকরি হারাচ্ছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেবে কোম্পানিটি।
গত ফেব্রুয়ারির ২৪ তারিখে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়াতে তাদের ব্যবসায় গুটিয়ে নেয়ার ঘোষণা দেয়। একে একে শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্টগুলোসহ অনেক কোম্পানি ইতিমধ্যেই রাশিয়া ছেড়েছে।