Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    এআই সমৃদ্ধ ডি-লিঙ্ক’র নতুন রাউটার নিয়ে এলো ইউসিসি

    ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তি পণ্যের বাজারে বিশ্বখ্যাত ডি-লিঙ্ক’র নতুন সিরিজ ‘‘ঈগল প্রো এআই’’ রাউটার নিয়ে এলো ডি-লিঙ্ক’র পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান ইউসিসি। আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স সমৃদ্ধ ডি-লিঙ্ক’র ঈগল প্রো এআই রাউটার সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়।

    ইউসিসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পণ্যটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সারোয়ার মাহমুদ খান, ডি-লিঙ্ক ভারত লি. এর ভাইস প্রেসিডেন্ট সার্ক সংকেত কুলকার্নী, ডি-লিঙ্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ রফিক সুমন প্রমুখ।

    ডি-লিঙ্কর ঈগল প্রো এআই রাউটারের N300 এর দুটি মডেল R03 এবং R04 পাওয়া যাচ্ছে। পাশাপাশি AC1200 এর দুটি মডেল R12 এবং R15  বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন এই সিরিজের প্রতিটি রাউটার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ। ডি-লিঙ্কর নতুন সিরিজের এই রাউটারগুলো ইউসিসি ও ইউসিসি’র নির্ধারিত সকল ডিলারশপে পাওয়া যাবে। পণ্যটি সম্পর্কে বিস্তারিত: www.ucc-bd.com ; ফোন: ০১৮৩৩৩৩১৬৩০।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.