সিটিআইটি মেলায় ১ ল্যাপটপে ৪ উপহার দিচ্ছে টেক রিপাবলিক

0
104

সোমবার (২ মার্চ) থেকে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে চার দিনের সিটিআইটি মেলা। মেলা উপলক্ষে যে কোনো ল্যাপটপের সঙ্গে বিড ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি এবং ওয়্যারলেস কি-বোর্ড ও মাউস উপহার দিচ্ছে টেক রিপাবলিক।

এছাড়াও এইচপি ল্যাপটপের সঙ্গে বাড়তি একটি ট্রাভেল ব্যাগ বা গিফট বক্স; ডেল ল্যাপটপ কিনলে কুপন জিতে প্রতিদিন কক্সবাজারের লংবিচে ৩দিন ২ রাতের ট্যুর টিকেট ও ১০০০ টাকা পর্যন্ত প্রাইজবন্ড; লেনেভো ল্যাপটপে লটারী বিজয়ীদের জন্য হোটেল প্যানপ্যাসিফিকে যুগল ডিনার, টি-শার্ট/ ক্যাপ/ছাতা/ডায়েরি/ওয়্যারলেস মাউস উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।

পাশাপাশি এসার ল্যাপটপেও থাকছে ইন্টারনেট সিকিউরিটি ও তারহীন কি-বোর্ড, মাউস। এছাড়াও অ্যাভিটা ল্যাপটপের সঙ্গে উপহার থাকছে ৩২জিবি পেনড্রাইভ ও প্রোলিংক হেডসেট। মেলা চলাকালে বিসিএস কম্পিউটার সিটির দ্বিতীয় তলার ১৪২ নম্বর আউটলেট থেকে এই সুবিধা পাওয়া যাবে।

টেকইকম ডেক্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে