তেল ও পানি

0
617

তেল ও পানি

 

কি কি লাগবেঃ

পরিষ্কার পানি

২। খাবার তেল

৩। গাঢ় নীল রঙ

৪। বড় বোতল

 

পরীক্ষাঃ

  • প্রথমে বোতলটির অর্ধেকের চেয়ে একটু কম অংশ পানি দিয়ে পূর্ণ করে নিবো
  • অল্প কিছু পরিমান গাঢ় নীল রঙ পানির সাথে মিশিয়ে ভালোভাবে বোতলটি ঝাঁকাবো
  • এরপর, বোতলের বাকি অংশ খাবার তেল দিয়ে পূর্ণ করে নিবো
  • এবার, বোতলের ছিপিটি ভালো করে আটকিয়ে ধীরে ধীরে ঝাঁকাবো

 

কি দেখতে পাবো :

বোতলটি ঝাঁকানোর ফলে বোতলের ভিতর অনেকগুলো ছোট ছোট বুদবুদের সৃষ্টি হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই পরীক্ষাটিতে পানির উপর তেল ভাসবে কেননা তেলের ঘনত্ব পানির চেয়ে কম।  অর্থাৎ, দুই তরলের মধ্যে যার ঘনত্ব বেশী তা ডুবে যাবে। তাই, পানি আর তেল কখনো একসাথে মেশানো যায় না। এর ফলে, সমুদ্রে তেল ফেলানো হলে দেখতে পারবে তা পানির উপর ভেসে থাকে।       

চলো এক নজর নিচের ভিডিওটিতে পরীক্ষাটি দেখে নেই smiley 

 

 

 

 

 

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে