প্রচারণা ডটকম : এবার কর্মী ছাঁটাইয়ের পথে শাওমি। চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করতে চলেছে। করোনার কারণে চীনে লকডাউনে কোম্পানিটি অর্থনৈতিক মন্দার দিকে ঝুঁকেছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শাওমি। আর সেই কারণের ব্যবসার গতি ঠিক রাখতে কর্মী ছাঁটাই করে শাওমি নিজের আর্থিক দিকটি গুছিয়ে নিতে চাইছে।
সর্বপ্রথম চীনের স্থানীয় একটি গণমাধ্যমে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশিত হয়। রয়টার্স যদিও সেটি ১০ শতাংশের কম বলেই নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়, শাওমি তার একাধিক বিভাগে কর্মী সংখ্যা কমিয়ে দিতে চলেছে। স্থানীয় আইন মেনে কর্মীদের ক্ষতিপূরণের মাধ্যমে এই ছাঁটাই পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে শাওমি বিশ্বজুড়ে ৩৫ হাজারের অধিক কর্মী রয়েছে, যার মধ্যে শুধুমাত্র চীনের ৩২ হাজারের মতো কর্মী রয়েছে কোম্পানিটির।
চীনে করোনা মহামারির কারণে বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো যেমন টেনসেন্ট হোল্ডিংস ও আলীবাবা গ্রুপ সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাই করেছে।