Thursday, December 19, 2024
More

    সর্বশেষ

    এবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপে টেক্সট সম্পাদনার সুবিধা

    প্রচারণা ডটকম : বিগত কয়েক সপ্তাহে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন ফিচার দেখা গেছে। তবে এখানেই থেমে নেই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এরই ধারাবাহিকতায় আইওএসের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য টেক্সট সম্পাদনার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।

    দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো যে, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি টেক্সট এডিটিং ফিচারের ওপর কাজ করছে। ইতিমধ্যেই আইওএসের বেটা সংস্করণে ফিচারটি চালু করা হয়েছে, তাই শিগগিরই সেটি সকল আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে বলে ধারনা করা হচ্ছে।

    এরই মধ্যে এই মেসেজ টেক্সট এডিটিংয়ের ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণেও চালু করা হয়েছে বলে নতুন খবরে বলা হয়েছে। বর্তমানে নির্বাচিত কিছু ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারছেন।

    হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফো জানিয়েছে যে, সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা আপডেটে (ভার্সন ২.২৩.৭.১৭) সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন টেক্সট এডিটর ফিচারটি দেখতে পাবেন। এটি, ব্যবহারকারীদের কীবোর্ডের ওপরে প্রদর্শিত ফন্ট অপশনগুলোর মধ্যে কোনো একটিতে ট্যাপ করে দ্রুত টেক্সটের চেহারা পরিবর্তন করার সুবিধা দেবে।

    অর্থাৎ, ফিচারটি পাঠানো কোনো মেসেজ এডিট করার অপশন দেবেনা, নাম অনুযায়ী এর মাধ্যমে শুধুমাত্র মিডিয়া টেক্সটের ফন্ট চটজলদি তথা ইচ্ছামত এডিট করা যাবে। এই ফিচার ব্যবহার করে ফটো, ভিডিও এবং জিআইএফ এর মধ্যে পাঠানো টেক্সটগুলো আরও আকর্ষণীয় করে তোলা যাবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.