ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়তই নানা ফিচার চালু করছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে এরকমই একটি অন্যতম জনপ্রিয় ফিচার হলো ভিউ ওয়ান্স, অর্থাৎ একবার দেখা হলে সেই মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। তবে সমস্যা হলো প্রাপক চাইলে প্রথমেই সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রেরক এই স্ক্রিনশট ক্যাপচার বা রেকর্ডের বিষয়টি সম্পর্কে কিছুই জানতে পারেন না।
গ্রাহকদের গোপনীয়তা তথা সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই এবার নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফো’র সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী জানা গেছে, অ্যাপটির সর্বশেষ বেটা আপডেটে ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে শেয়ার করা মেসেজের স্ক্রিনশট নেওয়া বন্ধ করা যাবে। অর্থাৎ প্রাপক আর কোনোভাবেই তার কাছে পাঠানো মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না।
প্রাপক যদি কোনো ইমেজের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে, তাহলে প্রেরককে সে সম্পর্কে সংস্থার তরফে কোনোভাবে সতর্ক করা হবে না। কেননা লেটেস্ট আপডেট অনুযায়ী প্রাপক কোনোমতেই ভিউ ওয়ান্স মারফত পাঠানো ফটোর স্ক্রিনশট নিতে পারবেন না, তাই সেন্ডারের সতর্ক হওয়ার প্রয়োজন পড়বে না।
এবার থেকে ভিউ ওয়ান্স ফিচারটি ব্যবহার করে শেয়ার করা ভিডিওগুলোর স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন না প্রাপকরা। কবে নাগাদ নতুন ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে সেটি জানা যায়নি।