কল অব ডিউটি নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে অধিগ্রহণে প্রতিবন্ধকতা যেনো পিছু ছাড়ছে না। ভিডিও গেম খাতে সবচেয়ে বৃহৎ এই অধিগ্রহণে অসম ও বেআইনী প্রতিযোগিতা শুরু হবে বলে অভিযোগ ওঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এর পর এবার দেশটির আদালতে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ নিয়ে মামলা করেছেন কয়েকজন ভিডিও গেমার। খবর রয়টার্স।
৬৯ বিলিয়ন ডলারে গেমিং কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে কিনে নিতে চায় সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। দুই সপ্তাহ আগে এফটিসি এই অধিগ্রহণ ঠেকাতে প্রশাসনিক আইনে অভিযোগ গঠন করে। এবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে অভিযোগ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং নিউ জার্সির ১০ জন ভিডিও গেম খেলোয়াড়দের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। সেখানে মাইক্রোসফট যাতে অ্যাক্টিভিশনকে অধিগ্রহণ করতে না পারে সেই দাবি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, এই অধিগ্রহণ সম্পন্ন হলে গেমিং খাতে একচ্ছত্র আধিপত্য পাবে মাইক্রোসফট। সেখানে গ্রাহকদের ইচ্ছার প্রতিফলন কমে যাবে, দাম বাড়বে, অসুস্থ প্রতিযোগিতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বি কোম্পানি টিকে থাকা দায় হবে।
এ বিষয়ে মাইক্রোসফটের একজন প্রতিনিধি বলেন, অ্যাক্টিভিশন ব্লিজার্ডকে কিনলে বরং প্রতিযোগিতা বাড়বে এবং গেমার ও গেম ডেভেলপারদের জন্য নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে।