Tuesday, December 3, 2024
More

    সর্বশেষ

    পাঁচ চীনা কোম্পানির পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

    চীনের হুয়াওয়ে টেকনোলজি ও জেডটিই-এর টেলিযোগাযোগ পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ রয়েছে বলে অভিযোগ প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের। খবর রয়টার্স।

    গতকাল শুক্রবার সুনির্দিষ্ট কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে নিষিদ্ধের তালিকা দেয় টেলিকম খাতের মার্কিন তদারকি প্রতিষ্ঠান ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

    এতে অন্তর্ভুক্ত রয়েছে চীনা নিরাপত্তা ও নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারক দাহুয়া টেকনোলজি, ভিডিও নজরদারি সংস্থা হেংঝু হিকভিশন ও টেলিকম ফার্ম হাইতেরা। এই সব কোম্পানির পণ্য আমদানি ও বিক্রিতে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

    প্রযুক্তি কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নজরদারি করতে পারে বেইজিং এ আশঙ্কায় ওয়াশিংটন এই কঠোর ব্যবস্থা নিয়েছে।

    এফসিসি প্রধান জেসিকা রোজেনওরসেল এক বিবৃতিতে জানান, নাগরিকদের সুরক্ষিত রাখতে চলমান পদক্ষেপের মধ্যে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনা প্রযুক্তি ব্যবহার করে জাতীয় নিরাপত্তা যেন হুমকিতে না পড়ে সেজন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। 

    এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি হুয়াওয়ে। এছাড়া জেডটিই, দাহুয়া, হাইতেরা ও ওয়াশিংটনে চীনা দূতাবাস মন্তব্য করতে সাড়া দেয়নি। তবে হিকভিশন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পণ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.