Saturday, September 28, 2024
More

    সর্বশেষ

    ইউক্রেনে আরও ১০ হাজার স্টারলিংক অ্যান্টেনা

    প্রচারণা ডটকম : ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি থেকে আরও ১০ হাজারের অধিক স্টারলিংক স্যাটেলাইট ডিশ (অ্যান্টেনা) পাচ্ছে ইউক্রেন। মূলত দেশটিতে বিভিন্ন যোগাযোগ অবকাঠামোয় রাশিয়ান আক্রমণে ক্ষতিগ্রস্থ হওয়ায় ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ব্লুমবার্গের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

    টার্মিনাল কেনার ক্ষেত্রে যে আর্থিক সমস্যা ছিলো সেটি ইতিমধ্যেই সমাধান হয়েছে। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এই খরচ বহন করবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেডেরভ।

    ফেডেরভ বলেন, স্পেসএক্স এবং ইলন মাস্ক দ্রুতই আমাদের সমস্যা আমলে নিয়েছেন এবং সহায়তা করতে এগিয়ে এসেছেন। মাস্ক নিশ্চিত করেছেন যে, ইউক্রেনে তিনি সহায়তা অব্যহত রাখবেন। আমাদের যখন শক্তিশালী ব্ল্যাকআউট চলছিলো তখন আমি তাকে মেসেজ করেছিলাম, তিনি সাথে সাথে সাড়া দেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন করেছেন। তিনি পরিস্থিত সম্পর্কে ওয়াকিবহাল আছে।

    যদিও আগামী বছরের বসন্তে ইউক্রেনে এই সেবা অব্যহত রাখতে অতিরিক্ত ফান্ডের প্রয়োজন হবে।

    এর আগেও ২২ হাজার টার্মিনাল স্থাপন করা হয়েছে ইউক্রেনে। নতুন ১০ হাজারের মতো টার্মিনাল যুক্ত হলে বিপর্যয়কর পরিস্থিতিতে সংযোগ স্বাভাবিক রাখা সম্ভব হবে। স্যাটেলাইট ইন্টারনেটের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে ফেডেরভ।

    গত নভেম্বরে খবরে প্রকাশ করা হয় যে, ইউক্রেনে স্টারলিংক টার্মিনালের দাম ৩৮৫ ডলার থেকে ৭০০ ডলারে অর্থাৎ দ্বিগুন দাম বেড়েছে। যদিও মাসিক সাবস্ক্রিপশন ফি ১০০ ডলার থেকে ৭৫ ডলারে নেমে এসেছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.