সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালকে গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ করেছে গুগল। নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। খবর বিবিসি।
প্লে স্টোরে নিষিদ্ধ হওয়ার ফলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ট্রুথ সোশ্যাল অ্যাপটি ডাউনলোড করা কঠিন হবে।
গুগল জানিয়েছে, ট্রাম্পের এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শারীরিক হুমকি এবং সহিংসতার প্ররোচনার মতো বিষয়বস্তু নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের নীতিমালা লঙ্ঘন করেছে। তাই গুগল প্লে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালকে নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ট্রুথ সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিন নুনেস আগেই গুগলকে ‘একচেটিয়া’ অধিকার প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান বলে অভিহিত করেছিলেন।