Thursday, November 21, 2024
More

    সর্বশেষ

    টেক্সাসে স্পেসএক্সের উৎক্ষেপণে অংশ নেবেন ট্রাম্প!

    প্রচারণা ডটকম: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার টেক্সাসে স্পেসএক্সের একটি রকেট উৎক্ষেপণ সরাসরি দেখতে উপস্থিত হতে পারেন। এটি কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি ইঙ্গিত। খবর রয়টার্স।

    সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) টেক্সাসের ব্রাউনসভিলের আকাশে ভিআইপি চলাচলের জন্য অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করেছে। সাধারণত, এটি কোনও উচ্চপ্রোফাইল ব্যক্তির সফরের আগে দেওয়া হয়। একই সময়ে, ট্রাম্পের পাম বিচের সমুদ্রতীরবর্তী সম্পত্তির ওপর ফ্লাইট নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হবে।

    স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে। টেসলা সিইও মাস্ক ট্রাম্পকে নিয়মিত পরামর্শ দেন এবং দীর্ঘসময় তার পাম বিচের মার-এ-লাগো ক্লাবে অবস্থান করেছেন। 

    শনিবার মাস্ক ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইভেন্টে অংশ নিয়েছিলেন।

    স্পেসএক্সের এই উৎক্ষেপণ হবে স্টারশিপের ৬ নাম্বার পরীক্ষামূলক ফ্লাইট। এটি কোম্পানির পরবর্তী প্রজন্মের রকেট সিস্টেম, যা ইলন মাস্কের মঙ্গলগ্রহে মানুষ এবং মালামাল পাঠানোর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    নাসা তাদের আর্টেমিস প্রোগ্রামের অধীনে এই দশকে মানুষকে চাঁদে পাঠানোর জন্য স্টারশিপ ব্যবহার করার পরিকল্পনা করছে। ট্রাম্পের প্রশাসন স্পেসএক্সের এই মহাকাশ উদ্যোগকে আরও সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।

    এই উৎক্ষেপণে ২৩৩ ফুট (৭১ মিটার) উচ্চতার সুপার হেভি বুস্টার পুনরায় ব্যবহারযোগ্য করার প্রচেষ্টা চালানো হবে। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পরে বুস্টারটি লঞ্চ টাওয়ারে বড় আর্মের মাধ্যমে ধরে ফেলার চেষ্টা করা হবে। এর আগে গত অক্টোবরে প্রথমবারের মতো এই কৌশল দেখে ট্রাম্প বেশ মুগ্ধ হয়েছিলেন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.