টিকটকের ‘ফর ইউ’ পেজে কীভাবে ভিডিওগুলো দেখায় সেটির অ্যালগরিদম নিয়ে অনেক দিন থেকেই ব্যবহারকারীদের কৌতুহল এবং সন্দেহ রয়েছে। এই অ্যালগরিদমের অদ্ভুতুড়ে সঠিকতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। ব্যবহারকারীদের প্রভাবিত করতে টিকটক বিভিন্নভাবে অ্যালগরিদমকে ‘ম্যানিপুলেট’ করে থাকে এমন অভিযোগ রয়েছে।
টিকটকের বিরুদ্ধে এসব অভিযোগের মাত্রা টানতে যাচ্ছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। ফর ইউ পেজের ক্ষেত্রে অ্যালগরিদম কীভাবে কাজ করে সেটি পরিস্কার করতে যাচ্ছে টিকটক।
টিকটক নতুন একটি ফিচার উন্মোচন করতে যাচ্ছে, যার মাধ্যমে ফর ইউ পেজে আসা ভিডিও কী কারণে এই পেজে প্রদর্শন করা হচ্ছে সেটির ব্যাখ্যা দেবে টিকটক।
নতুন আপডেটে ব্যবহারকারীরা ভিডিওর সাথে একটি প্রশ্নবোধক আইকন দেখতে যাবে, যেখানে এই ভিডিও রিকমেন্ড করার পেছনের কারণগুলো তুলে ধরা হবে।