Thursday, January 9, 2025
More

    সর্বশেষ

    তাইওয়ানে জরিমানার মুখে ফক্সকন

    প্রচারণা ডটকম : বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী ফক্সকনকে জরিমানা করবে তাইওয়ানের সরকার। চীনা প্রতিষ্ঠানে অননুমোদিত বিনিয়োগ গ্রহণের দায়ে এই জরিমানা করা হবে। খবর রয়টার্স।

    সেমিকন্ডাক্টর খাতে চীনের নজর বাড়ানোর বিষয়টিকে ভালো চেখে দেখছে না তাইওয়ান। চীন তাইওয়ানের চিপ প্রযুক্তি চুরি করছে এমন অভিযোগ দেশটির।

    গত জুলাইয়ে অ্যাপল ও আইফোনের শীর্ষ সরবরাহকারী ফক্সকন গত জুলাইয়ে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিংহুয়া ইউনিগ্রুপে শেয়ার থাকার ঘোষণা দেয়।

    গত শুক্রবার ফক্সকন তাইপে স্টক এক্সচেঞ্জে এক ফাইলিংয়ে জানান, সিংহুয়া ইউনিগ্রুপে থাকার সকল ইক্যুইটি শেয়ার বিক্রিতে রাজি হয়েছে ফক্সকনের চীনে সহ-প্রতিষ্ঠান।

    ফক্সকন ইতোপূর্বে এই বিনিয়োগের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি বলে অভিযোগ করেছে তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখা চাওয়া হবে বলে জানিয়েছে সরকার। আইন অনুযায়ী জরিমানাও করা হবে বলে জানানো হয়।

    এ বিষয়ে ফক্সকন কিংবা সিংহুয়া ইউনিগ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.