২১ বছর আগে প্রথম পর্যটক হিসেবে মহাকাশে গিয়ে শিরোনাম হয়েছিলেন ডেনিস অ্যান্থনি টিটো, যাকে প্রায় সকলেই ডেনিস টিটো হিসেবে জানেন। আবার সংবাদের শিরোনামে এসেছেন তিনি। এবার চাঁদের চারপাশে ঘুরে আসবেন ডেনিস টিটো।
বিলিয়নিয়ার ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স জানিয়েছে, বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক ডেনিস টিটো ও তার স্ত্রী আকিকো স্পেসএক্সের স্টারশিপ রকেটে চড়ে চাঁদের চারপাশ ঘুরে দেখার জন্য নিবন্ধন করেছেন।
বর্তমানে ৮২ বছর বয়সী ডেনিস টিটো ২০০১ সালে রাশিয়ার সয়্যুজ টিএম-৩২ মিশনে প্রথমে ব্যক্তিগত অভিযাত্রী হিসেবে ভ্রমণ করেন। তখন তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় আট দিন কাটিয়েছিলেন।
স্পেসএক্সের ফ্লাইটটি প্রায় সপ্তাহব্যাপী এই যাত্রা, যেখানে রকেটটি চাঁদে অবতরণ না করলেও এর চারপাশে ২০০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করবে।
এখনও স্টারশিপের চাঁদে যাত্রার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে সেটি আগামী মাসের প্রথমদিকেও হতে পারে।