প্রচারণা ডটকম : স্মার্টফোন ইমেজ সেন্সর তৈরিতে জাপানে নতুন কারখানা তৈরি করবে সনি গ্রুপ কর্পোরেশন। এই লক্ষে কোম্পানিটি ৫.৮৩ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। নিক্কান কোগো সংবাদপত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
সনি ২০২৫ সালের প্রথমদিকে কারখানাটিকে উৎপাদনে নিতে চায়। যদিও বিনিয়োগের পরিমান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি সনি।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করায় জাপানের ইলেকট্রনিক্স ও বিনোদন জায়ান্টটি নির্মান সময়কাল এবং বিনিয়োগের পরিমান সম্পর্কে বেশ সতর্কভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নিক্কেই।
সনির সেমিকন্ডাক্টর বিভাগের একজন মুখপাত্র নিক্কেই রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।