অ্যাপ ছাড়াও যাতে ব্রাউজার থেকে প্লাটফর্মটি ব্যবহার করা যায় সেজন্য গত জুলাইয়ে নতুন ওয়েব অ্যাপ চালুর ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। প্রাথমিকভাবে শুধু সাবস্ক্রাইবারদের জন্য স্ন্যাপচ্যাটের ওয়েব সংস্করণ চালু করা হয়। এবার সবার জন্যই সেটি উন্মুক্ত করলো যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল অ্যাপটি। খবর দ্য ভার্জ।
১৫ সেপ্টেম্বর বেশ কয়েকটি নতুন ফিচারের পাশাপাশি ওয়েব সংস্করণ নিয়ে ঘোষণা দিয়েছে স্ন্যাপচ্যাট।
ওয়েব সংস্করণে ‘কনভারসেশন সিংকিং’ ব্যবস্থার মাধ্যমে বন্ধুদের সঙ্গে চ্যাটিং ও ভিডিও কল করতে পারেন ব্যবহারকারীরা।
গত জুলাইয়ে দ্য ভার্জকে দেয়া এক সাক্ষাতকারে স্ন্যাপের মেসেজিং পণ্যপ্রধান নাথান বয়েড বলেন, স্ন্যাপচ্যাটের ওয়েব সংস্করণ কোম্পানির জন্য একটি বিশাল সুযোগ হিসেবে দেখা দেবে।
প্রতি মাসে প্রায় ১০ কোটি ব্যবহারকারী স্ন্যাপচ্যাট ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে অডিও ও ভিডিও কল করে। ওয়েব সংস্করণের মাধ্যমে এ সেবা আরো বিস্তৃত হচ্ছে। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবাররা প্রতি মাসে কয়েক ডলার ব্যয় করে বিভিন্ন এক্সক্লুসিভ ফিচার আগাম ব্যবহারের সুযোগ পাবে।