প্রচারণা ডটকম : যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে, এবং এ সফরের সময়ই স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্থান নির্বাচন, অবকাঠামো নির্মাণ সহায়তা ও রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জানান, সফরের সময় স্টারলিংকের দলটি সম্ভাব্য কয়েকটি স্থানের তথ্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভাগ করে নেয়। কিছু ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান নিজেদের সম্পত্তি ব্যবহার করে সহযোগিতা দিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে স্টারলিংক হাইটেক পার্কের জমি ব্যবহারের পরিকল্পনা করছে।