স্ট্রিমিং সেবা টুইচকে ৩০ লাখ রুবল বা প্রায় ৫০ হাজার ২০৯ মার্কিন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনক্সির এক পরামর্শকের দুই ঘন্টা একটি ভিডিও সরাতে অপারগতা প্রকাশ করায় এই জরিমানা করেছে দেশটি।
রাশিয়ান নিউজ এজেন্সের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, ওই ভিডিওতে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।
চলতি মাসেই দ্বিতীয়বারের মতো অ্যামাজনের মালিকানাধীন কোম্পানিটিকে জরিমানা করা হলো। এর আগে ৩১ সেকেন্ডের একটি ‘ভুয়া’ ভিডিওর দায়ে টুইচকে জরিমানা করা হয়।
নতুন জরিমানা সম্পর্কে টুইচের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।