Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    অফারে রিয়েলমি স্মার্টফোন কেনার সুযোগ

    প্রচারণা ডটকম : নতুন বছরে ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারে বাড়তি মাত্রা যোগ করতে
    তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ছাড় সুবিধা দিচ্ছে। নতুন বছরে
    দারাজের ‘নিউ ইয়ার এ জিতবে সবাই’ শীর্ষক ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা ৩৪০০ টাকা পর্যন্ত
    ছাড় সুবিধায় নির্দিষ্ট মডেলের রিয়েলমি স্মার্টফোন ক্রয় করতে পারবেন। ক্যাম্পেইনটি ০৬
    জানুয়ারি শুরু হয়েছে, যা ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।


    এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে রিয়েলমি’র যেসব ফোন ক্রয়ে ক্রেতারা বিভিন্ন অফার উপভোগ
    করতে পারবেন সেগুলো হলো: রিয়েলমি সি৩০, রিয়েলমি সি১১ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি২৫ওয়াই (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৩১, নারজো ৫০এ প্রাইম, রিয়েলমি সি৩৫ (৪জিবি/১২৮জিবি), রিয়েলমি নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি), রিয়েলমি ৯আই (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি প্যাড মিনি, রিয়েলমি নারজো ৫০ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি ৮, রিয়েলমি ৯, রিয়েলমি ৯ প্রো, রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৯ প্রো+, রিয়েলমি জিটি নিও ২, রিয়েলমি সি৩৩ (৩/৩২জিবি), রিয়েলমি সি৩৩ (৪/৬৪জিবি)।


    এ ডিভাইসগুলো ৩৪০০ টাকা পর্যন্ত ছাড় সুবিধায় কেনা যাবে। এছাড়া, শুন্য শতাংশ (0%) ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করেও এই ফোনগুলো ক্রয় করা যাবে। সর্বোচ্চ গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করতে ডিভাইগুলো ক্রয়ে ক্রেতাদের জন্য এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস সুবিধাও থাকছে। এক্সপ্রেস ডেলিভারির আওতায় ক্রেতাদের সেইম-ডে ডেলিভারি, অর্থাৎ অর্ডারের দিনেই কাঙ্ক্ষিত ডিভাইস ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে ক্রেতাদের জীবন সহজ করবে দারাজের এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.