গত সপ্তাহে পেপাল তাদের নীতিমালার হালনাগাদ সংস্করণ প্রকাশ করে। সেখানে কেউ পেপাল সম্পর্কে ভুয়া মেসেজ, কনটেন্ট ও মেটেরিয়ালস অনলাইন কিংবা ভিন্ন কোনো মাধ্যমে প্রকাশ করলে আড়াই হাজার ডলার জরিমানার কথা বলা হয়। এই আপডেট প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার ঝড় উছে। এমনকি ক্যালিফোর্নিয়ার স্যান জোসভিত্তিক কোম্পানির শেয়ার মূল্য প্রায় ৬ শতাংশ কমে যায়।
সোমবার নতুন এই নীতিমালা নিয়ে মুখ খুঁলেছে পেপাল হোল্ডিংস ইনকর্পোরেশন। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ভুয়া তথ্য ছড়ালে গ্রাহকদের জরিমানা বা ক্ষতিপূরণের বিষয়টি ভুলে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের কোনো জরিমানা করা হবে না।
পেপালের একজন মুখপাত্র বলেন, ভুয়া তথ্যের জন্য কাউকে পেপাল জরিমানা করবে না। আমাদের নীতিমালায় এমন কিছু লেখার ইচ্ছাও ছিলো। যে ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য আমরা দু:খিত।
উল্লেখ্য, নতুন এই নীতিমালা আগামী ৩ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিলো।