প্রচারণা ডটকম: ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল প্রায় দুই বছর পর যুক্তরাজ্যে পুনরায় কার্যক্রম শুরু করেছে। ব্রেক্সিট-পরবর্তী কাঠামোগত পরিবর্তনের কারণে এতদিন দেশটিতে তাদের সেবা সীমিত ছিল।
বুধবার এক ঘোষণায় পেপাল জানায়, যুক্তরাজ্যের গ্রাহকরা এখন অনলাইন ও দোকানে কেনাকাটার জন্য তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। পাশাপাশি তারা পেপালের ডেবিট ও ক্রেডিট কার্ড সুবিধা পাবেন, যা বিশ্বব্যাপী লেনদেনে ব্যবহারযোগ্য এবং এতে কোনো অতিরিক্ত লেনদেন ফি প্রযোজ্য হবে না।
এছাড়া নতুনভাবে চালু হচ্ছে “পেপাল প্লাস” নামে একটি গ্রাহক লয়্যালটি প্রোগ্রাম, যার মাধ্যমে নিয়মিত ব্যবহারকারীরা বিশেষ ছাড় ও পুরস্কার সুবিধা পাবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের ডিজিটাল পেমেন্ট খাতে প্রতিযোগিতা বেড়েছে। এমন সময়ে পেপালের এই প্রত্যাবর্তন বাজারে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
