প্রচারণা ডটকম : নেটফ্লিক্স তাদের গেম ক্যাটালগের জন্য খুব বেশিদিন তৃতীয় পক্ষের উপর নির্ভর করবে না। স্ট্রিমিং জায়ান্টটি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে নিজস্ব গেম স্টুডিও তৈরি করছে। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, নতুন এই স্টুডিওতে বিজ্ঞাপনবিহীন কিংবা ইন-অ্যাপ কেনাকাটাবিহীন বিশ্বমানের ও অরিজিনাল গেম তৈরি করা হবে। এখনও নতুন স্টুডিও সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও জিঙ্গা ও ইএ অ্যালামনাস মার্কো লাসটিক্কা পরিচালক হিসেবে থাকছেন এই খবর নিশ্চিত হওয়া গেছে।
নেটফ্লিক্সের মতে, বিশ্বের বেশকিছু ‘সেরা গেম প্রতিভা’-র উৎপত্তিস্থল হওয়ায় হেলসিঙ্কি গেম স্টুডিওর জন্য সবচেয়ে ভালো জায়গা। গত মার্চে নেটফ্লিক্সের কিনে নেওয়া নেক্সট গেম যারা দ্য ওয়াকিং ডেড এর মোবাইল ডেভেলপার, বস ফাইল ও ওক্সেনফ্রি ক্রিয়েটর নানইট স্কুল স্টুডিও ইত্যাদি গেম স্টুডিও ওখানেই অবস্থিত।
আগামী এক বা দুই বছরের মধ্যেই নিজস্ব স্টুডিও থেকে কোনো গেম উন্মুক্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও সাম্প্রতিক অধিগ্রহণগুলো এটা প্রমাণ করে যে নেটফ্লিক্স গেমিং খাতে বেশ গুরুত্ব দিচ্ছে।