Friday, December 20, 2024
More

    সর্বশেষ

    আবারও স্থগিত নাসার আর্টেমিস মিশন

    দীর্ঘ পাঁচ দশক পরে আবারও চাঁদে যাবে নভোচারীরা। আর সেই লক্ষেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে আর্টেমিস ওয়ান। চাঁদে অবতরণ না করলেও চাঁদকে আবর্তন করে পৃথিবীতে ফেরত আসার কথা ছিলো আর্টেমিস ওয়ানের ওরিয়ন স্পেসক্র্যাফটের।

    গত ২৯ আগস্ট প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হয় নানা। পরে বিকল্প হিসেবে প্রথমে ২ ও ৫ সেপ্টেম্বরের কথা ভেবে রেখেছিলো মহাকাশ গবেষণা সংস্থাটি। যদিও পরে দ্বিতীয় চেষ্টার দিন হিসেবে ৩ সেপ্টেম্বরকে নির্বাচন করা হয়। তবে এবারও ব্যর্থ নানা। দ্বিতীয়বারের চেষ্টাতেও আর্টেমিস ওয়ান মহাকাশে পাঠাতে যায়নি।

    খবরে বলা হয়, এসএলএস রকেটের মূল অংশ থেকে বারবার তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসতে থাকায় উৎক্ষেপণ স্থগিত করা হয়। ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণের চেষ্টা করা হচ্ছিলো।

    দ্বিতীয়বারের চেষ্টার দিন সকাল থেকেই উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন নাসার প্রকৌশলীরা; জ্বালানি ভরা হচ্ছিলো রকেটে। রকেটের ‘কুইক ডিসকানেক্ট’ সিস্টেমের ফাঁক দিয়ে লিক করে বেরিয়ে আসছিল তরল হাইড্রোজেন। ফলে ফ্লোরিডার স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে আর্টেমিস লঞ্চ কন্ট্রোল থেকে।

    উৎক্ষেপণের পরবর্তী দিন-তারিখ এখনও কোনো ঘোষণা করেনি নাসা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.