প্রচারণা ডটকম : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক চিপ তৈরি করছে। ‘অ্যাথেনা’ কোডনেমের এই চিপ চ্যাটজিপিটির মতো আইআই চ্যাটবটকে প্রযুক্তি সহায়তা দেবে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাইক্রোসফট ওপেনএআই এর চ্যাটজিপিটির প্রথমদিকের অংশীদার। ২০১৯ সাল থেকে এই চিপ নিয়ে কাজ করে আসছে মাইক্রোসফট। ইতিমধ্যে মাইক্রোসফট এবং ওপেনএআই এর স্বল্পসংখ্যক কর্মীরা পরীক্ষামূলকভাবে এই চিপ ব্যবহার করছেন বলে জানা গেছে।
অন্যান্য ভেন্ডর থেকে কেনা চিপের থেকে নতুন এই চিপ অনেক ভালো কাজ করবে বলে আশা করছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যয়বহুল এআই উদ্যোগে সময় এবং অর্থ বাঁচবে বলে সফটওয়্যারটি জায়ান্টটির প্রত্যাশা।
উল্লেখ্য, অ্যামাজন ও গুগলের মতো অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই এর জন্য নিজস্ব চিপ তৈরি করেছে। চিপ ডিজাইন কোম্পানি এনভিডিয়া এমন চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে।