টুইচ, ইউটিউব ও মিক্সারের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ২০১৮ সালে নিজস্ব গেমিং অ্যাপ চালু করেছিলো ফেসবুক। পরবর্তীতে এর মোবাইল সংস্করণ চালু হয় ২০২০ সালে। অবশেষে উন্মোচনের মাত্র দুই বছর পরই বন্ধ হচ্ছে ফেসবুকের স্বতন্ত্র গেমিং অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণ। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, কোভিড-১৯ মহামারি চলাকালীন ফেসবুক গেমিংয়ের জনপ্রিয়তা বেড়েছিলো। তবে এর পর থেকে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের কাটানো সময় ধীরে ধীরে কমে থাকে।
আগামী ২৮ অক্টোবর থেকে অ্যাপটি আর ডাউনলোড করা যাবে না বলে ব্যবহারকারীদের এক বার্তায় জানিয়েছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
তবে অ্যাপ বন্ধ হলেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ চালু থাকবে বলে জানানো হয়েছে।