প্রচারণা ডটকম ডেস্ক : চিপ তৈরির যন্ত্রাংশ রফতানিতে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে জাপান সরকার। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের পর এ পদক্ষেপ নিতে যাচ্ছে টোকিও। জাপান সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
প্রতিবেদনে বলা হয়, ২৩ ধরনের চিপ তৈরির সরঞ্জাম রফতানিতে বিধিনিষেধ আরোপ করবে জাপান। মোবাইল ফোন থেকে শুরু করে সামরিক হার্ডওয়্যার পর্যন্ত প্রায় সব ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম তৈরিতে প্রয়োজন হয় সেমিকন্ডাক্টর বা চিপ। চলতি বছরের জুলাই মাসে এ পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেছে টোকিও।
এ বিষয়ে জাপানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি প্রযুক্তিগত জাতি হিসেবে দায়িত্ব পালন করছে জাপান।
আর টোকিওর বাণিজ্যমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, সামরিক সরঞ্জামের বদলে অন্য সব প্রযুক্তিতে এই চিপ ব্যবহার করা হবে। ফলে এর প্রভাব খুব একটা টের পাবে না টেক জায়ান্টগুলো।
এ ছাড়া রফতানিকৃত পণ্য সামরিক কাজে ব্যবহার করা না হলে পুনরায় রফতানি প্রক্রিয়া চালু করা হবে বলেও জানান নিশিমুরা।
এর আগে গত বছরের অক্টোবরে মার্কিন সরঞ্জাম বা সফটওয়্যার ব্যবহার করে প্রস্তুতকৃত চিপগুলো চীনে রফতানিতে লাইসেন্স নিতে হবে বলে জানায় ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের মার্চে নেদারল্যান্ডস চিপ তৈরির সরঞ্জাম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে।