প্রচারণা ডটকম : সম্প্রতি ব্রাজিলের সরকার অ্যাপলকে চার্জারবিহীন স্মার্টফোন বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। একইসাথে প্রযুক্তি জায়ান্টটিকে জরিমানাও করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালতে আপিল করবে অ্যাপল। খবর রয়টার্স।
এর আগে ব্রাজিলের বিচার মন্ত্রণালয় অভিযোগ করে, অসম্পূর্ণ পণ্য দিয়ে গ্রাহকদের সাথে তামাসা করছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, আমরা ব্রাজিলে একই ধরণের বিষয়ে অনেকগুলো মামলা জিতেছি। এছাড়া আমরা নিশ্চিত যে, আমাদের গ্রাহকরা চার্জিং ও ডিভাইস কানেকশনের বিভিন্ন উপায় সম্পর্কে জানে।
অ্যাপল তাদের নতুন আইফোন ১৪ উন্মোচনের ঠিক একদিন আগেই অ্যাপলকে এই জরিমানা করা হয়েছে।