প্রতীক্ষার প্রহর শেষ হলো। আইওএস ১৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সোমবার থেকে উন্মুক্ত হওয়া এই নতুন অপারেটিং সিস্টেম ইতিমধ্যেই ব্যবহারকারীদের কাছে পৌছে যেতে শুরু করেছে। খবর এনগ্যাজেট।
নতুন মোবাইল অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে আইফোনসহ অন্যান্য আইওএস ডিভাইসের সেটিংস অ্যাপে যেতে হবে। সেখান থেকে জেনারেল মেন্যুতে যাওয়ার পর সফটওয়্যার ও পরবর্তীতে আপডেটে ক্লিক করতে হবে।
আইফোন ৮ ও আইফোন এসই থেকে পরবর্তী সংস্করণের আইফোনে এ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন এই অপারেটিং সিস্টেমে কাস্টমাইজড লক স্ক্রিন, নতুন নোটিফিকেশন সিস্টেম ব্যবহারের পাশাপাশি পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ রয়েছে। ফলে আইমেসেজে বার্তা পাঠানোর পরও তথ্য পরিবর্তন বা যুক্ত করা যাবে। তবে এজন্য ব্যবহারকারীরা বার্তা পাঠানোর পর ১৫ মিনিট সময় পাবেন।
আইওএস ১৬ এ বার্তা সম্পাদনার পাশাপাশি পাঠানো ইমেইল ফিরিয়ে আনা যাবে। তবে মাত্র দুই মিনিটের মধ্যে ইমেইল ফেরত আনার সুযোগ থাকবে। এছাড়া অন্যের পাঠানো ইমেইল পড়ার পরও ‘আনরিড’ হিসেবে প্রদর্শন করা যাবে।
নতুন আইওএস অপারেটিং সিস্টেমে নতুন লগইন পদ্ধতি, ছবি সম্পাদনার কৌশলসহ আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।