Sunday, November 24, 2024
More

    সর্বশেষ

    অবৈধ ডিজিটাল লোন অ্যাপ নিয়ে ভারতে বেকায়দায় গুগল

    অবৈধ ডিজিটাল ঋণ অ্যাপের সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এবার এই অ্যাপগুলোর ডাউলোড রুখতে গুগলকে কড়া চেকিংয়ের ব্যবস্থা করতে বলেছে কেন্দ্র। আর এতে বেশ বেগ পোহাতে হচ্ছে গুগলকে। খবর রয়টার্স ও এবিপিলাইভ।

    গুগল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এর আওতায় না এলেও গত কয়েক মাসে আরবিআই ও ভারত সরকার বেশ কয়েকবার মিটিংয়ে গুগলকে কড়া বার্তা দিয়েছে। অবিলম্বে অবৈধ লোন অ্যাপগুলো প্লেস্টোর থেকে সরাতে পদক্ষেপ নিতে বলা হয়েছে গুগলকে। কীভাবে এই ধরনের অ্যাপের কাজ বন্ধ করা যায় তাও দেখতে বলা হয়েছে এই টেক জায়ান্টকে।

    এই ধরনের অবৈধ ডিজিটাল ঋণ অ্যাপ মহামারীর সময় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যেই সরকার থেকে শুরু করে আরবিআই বেআইনি ঋণ অ্যাপের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। এই অবৈধ ডিজিটাল ঋণ দেওয়ার অ্যাপগুলি মানুষকে উচ্চ সুদে ঋণ দেয়। যারা সময়মতো ঋণ শোধ না পারে তাদের হেনস্থা করে এই অ্যাপগুলি। কোনওভাবেই কাজ হচ্ছে না দেখলে অবৈধ পথ অবলম্বন করেও ভয় দেখানো হয় ঋণগ্রহী তাদের।

    গুগল গত বছর আর্থিক পরিষেবা অ্যাপের জন্য প্লে স্টোর ডেভেলপার প্রোগ্রাম পলিসি সংশোধন করেছে। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ভারতে ব্যক্তিগত লোন অ্যাপের জন্য অতিরিক্ত তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়েছিল। ইতিমধ্যেই গুগল তার প্লে স্টোর থেকে ভারত সম্পর্কিত দুই হাজারের অধিক ব্যক্তিগত ঋণ অ্যাপ সরিয়ে দিয়েছে।

    আরবিআই চায় অ্যাপ স্টোরের সব লোনের অ্যাপ নিয়ন্ত্রিত সংস্থাগুলোর আওতায় আসুক। গুগলকে অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেল যেমন ওয়েবসাইট ও ডাউনলোডের অন্যান্য মাধ্যমগুলোর মাধ্যমে এই জাতীয় অ্যাপগুলোর বিস্তার রোধ করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.