প্রচারণা ডটকম : ভারতের কেন্দ্রীয় সরকার ভারতকে ‘আত্মনির্ভর’ করতে এবার দেশীয় ওয়েব ব্রাউজার উন্মোচন করতে চলেছে। এই উদ্দেশ্যে তারা একটি প্রোগ্রামের ঘোষণা করেছে, যার নাম রাখা হয়েছে ‘ইন্ডিয়ান ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ’। এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশী ওয়েব ব্রাউজারকে টেক্কা দিতে ‘মেড-ইন-ইন্ডিয়া’ সার্চ ইঞ্জিন তৈরি করা হবে।
এক্ষেত্রে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং এর সাথে সংযুক্ত বিভাগগুলো সদ্য ঘোষিত এই প্রোগ্রাম পরিচালনা ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে। সর্বোপরি জানা যাচ্ছে, এই ওপেন চ্যালেঞ্জের যাবতীয় ব্যয়ভারও বহন করতে চলেছে মন্ত্রণালয়টি।
সবথেকে উল্লেখযোগ্য খবর হল, চ্যালেঞ্জ বিজয়ীকে নগদ ৩.৪ কোটি রুপি পুরস্কার বাবদ দেওয়ার ঘোষণাও করা হয়েছে। তবে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, সেহেতু ডেভলপারদের দ্বারা নির্মিত ওয়েব ব্রাউজারগুলোকে ভারতের ‘কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথরিটিজ’-এর থেকে অনুমোদন জোগাড় করতে হবে। নতুবা চ্যালেঞ্জ থেকে পিছু হটতে হবে।