প্রচারণা ডটকম: গুগল তাদের নতুন, সাশ্রয়ী এআই প্লাস প্ল্যান বিশ্বের ৪০টিরও বেশি দেশে চালু করেছে। এ তালিকায় বাংলাদেশসহ রয়েছে অ্যাঙ্গোলা, ক্যামেরুন, কোট দিভোয়ার, মিসর, ঘানা, ইন্দোনেশিয়া, কেনিয়া, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া, ফিলিপাইন, সেনেগাল, উগান্ডা, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।
প্রথমে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ায় এই প্ল্যান চালু করা হয় মাসিক প্রায় ৪৫০ টাকা সমমূল্যে। অধিকাংশ দেশে খরচ ধরা হয়েছে প্রায় ৫ ডলার সমপরিমাণ। নেপাল ও মেক্সিকোসহ কিছু দেশে আগামী ছয় মাসের জন্য গ্রাহকরা অর্ধেক মূল্যে এই সুবিধা পাবেন।
এ প্ল্যানে গ্রাহকরা জেমিনি ২.৫ প্রো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির সরঞ্জাম যেমন ফ্লো, হুইস্ক এবং ভিও ৩ ফাস্ট ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া গুগলের গবেষণা সহায়ক নোটবুক এলএম, ইমেইল, ডকুমেন্ট ও স্প্রেডশিটে এআই সুবিধা এবং ২০০ গিগাবাইট ক্লাউড সংরক্ষণ পাওয়া যাবে।
উল্লেখ্য, ওপেনএআইও সম্প্রতি ইন্দোনেশিয়ায় একই দামের চ্যাটজিপিটি গো প্ল্যান চালু করেছে। তবে গুগলের তালিকায় এখনও ভারতকে যুক্ত করা হয়নি।